গাজীপুরে ৪ ভুয়া ডিবি পুলিশ আটক

গাজীপুরে একটি বিদেশি পিস্তল, ওয়াকিটকি সেট, হাতকড়া ও একটি মাইক্রোবাসসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্দেহে তাঁদের আটক করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, সোমবার দিবাগত রাতে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ভুয়া ডিবি পুলিশ সেজে ছিনতাইয়ের উদ্দেশে মাইক্রোবাসে করে মহাসড়কে ঘোরাঘুরি করছে- এমন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানার পুলিশ রাত পৌনে ১১টার দিকে ঢাকা বাইপাস সড়কের নাওজোর এলাকায় অভিযান চালায়। এ সময় মাইক্রোবাসসহ চার ব্যক্তিকে আটক করা হয়। সেই সঙ্গে তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ওয়াকিটকি সেট ও হাতকড়াসহ অচেতন করার ওষুধ জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের কালাপানিয়া এলাকার নুরুল আফসার (৩৮), পিরোজপুরের রামচন্দ্রপুর এলাকার শাহাদাত হোসেন (৩০), সাতক্ষীরার মির্জাপুর পূর্বপাড়ার রাজ মুকেশ (২৪) ও ফরিদপুরের দেওয়া এলাকার ইকবাল (৩৮)।
আটক ব্যক্তিরা আন্তজেলা ছিনতাইকারী দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।