সংবাদ সম্মেলনে তারানা হালিম
সিটিসেলের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব কর্তৃপক্ষের

বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জ অফিসে আজ এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ছবি : নিউজ রুম ফটো
কার্যক্রম বন্ধ হওয়া মোবাইল অপারেটর সিটিসেলের কর্মকর্তা-কর্মচারীদের দায় কর্তৃপক্ষকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ শুক্রবার সকালে গুলশানে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জ অফিসে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বর্তমান অবস্থা এবং সারা দেশে স্থাপিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের বিষয়ে এক সংবাদ সম্মেলনে তারানা হালিম এ মন্তব্য করেন।
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘সিটিসেলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার দায়দায়িত্ব সিটিসেলেরই। এ বিষয়ে দায়দায়িত্ব সিটিসেলকেই নিতে হবে। অবশ্যই রেগুলেটর হিসেবে সেখানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তার যেটুকু ভূমিকা, সেটুকুই পালন করবে। এর বাইরে কোনো ভূমিকা পালন করার অবকাশ বিটিআরসির নেই। এবং বিটিআরসি সেটা করবেও না।’