মেয়র মান্নানসহ বিএনপির ৪৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. এ মান্নানসহ ৪৩ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের করা অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বেগম ফারজানা খান অভিযোগপত্র গ্রহণ করেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গত বছর ২৭ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় একটি মাইক্রেবাস এবং একটি লেগুনা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা এম এ মান্নান, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০ নেতা-কর্মীর নামে জয়দেবপুর থানায় মামলা হয়। তদন্তের পর এম এ মান্নান, ফজলুল হক মিলনসহ ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে দুজনকে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়। আজ দুপুরে আদালতে সরকার ও আসামিপক্ষের শুনানি শেষে দুজনকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। আগামী ১৩ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
এম এ মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, এম এ মান্নান এ মামলাসহ তিনটি মামলায় জামিনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় মোট সাতটি মামলা রয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এমতাবস্থায় গত ৮ মার্চ প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।