কুড়িগ্রামে গম আত্মসাতের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে দুস্থ নারীদের জন্য বরাদ্দ ভিজিডি কার্ডের গম আত্মসাতের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতার নাম মোকলেছুর রহমান। তিনি উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। দুস্থ নারীদের ভিজিডি কার্ডের গম আত্মসাতের মামলায় গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে গুনাইগাছে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার সকালে মোকলেছুর রহমানকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আবদুল্ল্যা আবু সাইদ জানান, চেয়ারম্যান থাকা অবস্থায় ১৯৯৪ সালে দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের ১২ টন গম আত্মসাৎ করেন মোকলেছুর রহমান। তাঁর নামে সরকারবাদী মামলা হলে জেলা জজ আদালত তিন বছরের সাজা ও অনাদায়ে ৮৮ হাজার টাকা জরিমানা করেন। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে নিম্ন আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট।