কুড়িগ্রামের ইউপিতে নির্বাচন প্রশ্নে শুনানি ৩০ অক্টোবর
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তিন ইউনিয়নের নির্বাচনের বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এ বিষয়ে শুনানি করতে ৩০ অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।
আগামী ৩১ অক্টোবর বিলুপ্ত ছিটমহল সংযুক্ত ফুলবাড়ী সদর, কাশিপুর এবং ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে।
আদালতে হাইকোর্টের রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
পরে একরামুল হক টুটুল সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যাওয়ায় ওই তিন ইউনিয়নে নির্বাচন হতে আর কোনো বাধা নেই।
বিলুপ্ত ছিটমহলের দাশিয়ারছড়া ভেঙে তিনটি ইউনিয়নে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন ৩১ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ করে। কিন্তু বাংলাদেশ-ভারত সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় আন্দোলনের সভাপতি বাংলাদেশ ইউনিট ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক হাইকোর্টে একটি রিট করেন। রিটে দাশিয়ারছড়াকে বিভক্ত না করে একটি স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৩ অক্টোবর হাইকোর্ট তিন ইউনিয়নের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেন।