রাজধানীতে ককটেল হামলায় পুলিশ সার্জেন্ট আহত

রাজধানীর শ্যামলীতে শিশুমেলার সামনে আজ শনিবার সকালে ককটেল বিস্ফোরণে গোলাম মাওলা নামের এক পুলিশ সার্জেন্ট গুরুতর আহত হন। পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : ফোকাস বাংলা
রাজধানীর শ্যামলীতে শিশুমেলার সামনে ককটেল বিস্ফোরণে গোলাম মাওলা নামে এক পুলিশ সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৮টার দিকে দুষ্কৃতকারীরা আট থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটালে তিনি আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গোলাম মাওলার মাথায় একটি ককটেলের আঘাত লাগে। গুরুতর অবস্থায় তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।