পেট্রলবোমা হামলার চেষ্টা, বাসের ধাক্কায় শিবির নেতা আহত

ঝালকাঠির রাজাপুর উপজেলার বলাইবাড়ীতে গতকাল শুক্রবার রাতে একটি বাসে পেট্রলবোমা হামলার চেষ্টা করা হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তখন বাসের ধাক্কায় উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ আহত হন।
পেট্রলবোমা হামলা চালানোর অভিযোগে পুলিশ তাজউদ্দিনসহ বিএনপি, জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে আটক করেছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের বাসটি পুলিশ পাহারায় রাজাপুরের বলাইবাড়ী অতিক্রম করছিল। এ সময় শিবির সভাপতি তাজউদ্দিন আহম্মেদসহ নেতা-কর্মীরা ওই বাসের ওপর পেট্রলবোমা নিক্ষেপের চেষ্টা করেন। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে তাজউদ্দিন গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রলবোমাসহ তাঁকে আটক করে হাসপাতালে ভর্তি করে।
ওসি জানান, দুর্ঘটনায় বাসের যাত্রীদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। পরে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের সাত কর্মীকে আটক করে।