কাপাসিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরুণ গ্রামে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম আবদুল মোতালেব। তিনি একই উপজেলার পাপলা চামুর্চি গ্রামের বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, আবদুল মোতালেব বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বরুণ গ্রামের একটি চায়ের স্টলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় কয়েকজন গ্রামবাসী তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে চারদিক থেকে ঘেরাও করে তাঁকে ধরে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর কাছ থেকে শাবল ও গ্রিল ভাঙার যন্ত্রপাতি জব্দ করা হয়। তাঁর নামে কাপাসিয়া থানায় দুটি ও জয়দেবপুর থানায় একটি মামলা রয়েছে।