কুড়িগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় মাদকদ্রব্য আইনে সাজাপ্রাপ্ত আসামি মো. মিজানুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান, মিজানুর রহমানের নামে ২০০৯ সালে গাজীপুরের জয়দেবপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়। এ মামলার পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে এক বছর সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মিজানুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা।