গাজীপুরে আগুনে পুড়লো ১০ দোকান

গাজীপুরের টঙ্গীর সফিউদ্দিন মার্কেটে আজ রোববার ভোররাতে লাগা আগুনে ১০ দোকান পুড়ে ছাই। ছবি: এনটিভি
গাজীপুরের টঙ্গী পৌরসভার চেরাগ আলী এলাকায় সফিউদ্দিন মার্কেটে লাগা আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, আজ ভোররাতে সফিউদ্দিন মার্কেটের একটি ফলের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের অন্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০টি দোকান পুড়ে যায়।
আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আক্তারুজ্জামান লিটন।