ব্রাহ্মণবাড়িয়ায় দুজন খুন
ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার দুটি স্থান থেকে আজ রোববার দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন পুলিশের তালিকাভুক্ত অপরাধী, আরেকজন গৃহবধূ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের এনটিভি অনলাইনকে জানান, আজ রোববার সকালে উপজেলার গোকর্ন ইউনিয়ন পরিষদের জ্যেঠা গ্রামে নিজের ঘর থেকে থেকে হালিমা বেগম (৪৫) নামের এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত খোরশেদ মিয়ার স্ত্রী।গতকাল শনিবার রাতের কোনো সময় ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এরপর আজ বিকেলে উপজেলার ফান্দউক এলাকার একটি খালে পুলিশের তালিকাভুক্ত অপরাধী আহের মিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি আবদুল কাদের জানান, ধারণা করা হচ্ছে, ডাকাতির মালামাল ভাগাভাগিকে কেন্দ্র করে বিরোধের জের ধরে সহযোগীরা আহের মিয়াকে হত্যা করতে পারে । দুটি লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।