এক বছরের শিশুকে অচেতন করে অপহরণ!
কুড়িগ্রামে চেতনানাশক দিয়ে অচেতন করে এক বছর বয়সী এক শিশুকে নিজের বাড়ি থেকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের ১৬ ঘণ্টা পর সিরাজগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
অপহৃত শিশুটির নাম আল আমিন। সে কুড়িগ্রামের মিস্ত্রিপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আতাউল করিম স্বপনের সন্তান। গতকাল বুধবার রাত ৯টার দিকে কুড়িগ্রামের নিজ বাড়ি থেকে চেতনানাশক ব্যবহার করে আল আমিনকে অপহরণ করা হয়। পরে আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী বাজারের একটি দোকানের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, শিশুটির অবস্থানের খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। কুড়িগ্রাম থেকে তার পরিবারের লোকজন ও পুলিশ সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছে বলেও জানান তিনি।
আল আমিনের বাবা আতাউল করিম স্বপন জানান, পুলিশের চাপের মুখে অপহরণকারীরা তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামের বাজারে একটি দোকানের সামনে ছেলেকে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ওই এলাকার বাসিন্দা তাঁর চাচাতো ভাই কবির শিশু আল আমিনকে উদ্ধার করেন বলে জানান তিনি।
শিশু আল আমিন অপহরণ ঘটনায় জড়িত সন্দেহে স্বপনের খালাতো বোন রানী খাতুনকে (২০) আটক করেছে পুলিশ।