গাজীপুরে যুবকের লাশ উদ্ধার
গাজীপুরে কোনাবাড়ীর একটি দীঘির পাড় থেকে গলায় ওড়না পেঁচানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবকের আনুমানিক বয়স ২৪ বছর। তাঁর পরিচয় জানা যায়নি।
কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে দেউলিয়াবাড়ী এলাকায় স্থানীয় নাজিম উদ্দিনের বাড়ির পাশের দীঘির পাড়ে গতকাল সকালে গলায় ওড়না পেঁচানো এক যুবকের লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এসআই মোবারক আরো জানান, নিহতের পরনে জিন্স ও গোলাপি রঙের গেঞ্জি রয়েছে। নিহত ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, তাঁর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ ওই দীঘির পাড়ে ফেলে যায় খুনিরা।