কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী খায়রুল হক (২৫) আহত হয়েছেন।
আজ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।
আহত খায়রুল হককে রংপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ফুলবাড়ী উপজেলার ধর্মপুর গ্রামের সহিদার রহমানের ছেলে।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সূত্রে জানা যায়, আজ ভোররাতে ধর্মপুর সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪২-এর কাছে গরু আনতে যান খায়রুল হক। এ সময় ভারতের সেউতি-২ বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুরুতর আহত হন খায়রুল।
কুড়িগ্রাম ৪৫ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।