নারী হত্যায় স্বামীসহ চারজনের মৃত্যুদণ্ড

গাজীপুরের চাপুলিয়ায় হত্যার অভিযোগে স্বামীসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. ফজলে এলাহী ভূঞা। আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, গাজীপুর চাপুলিয়া গ্রামের আবু আইয়ুব লালনের পরকীয়ায় বাধা দেওয়ার কারণে ২০০৮ সালের ৫ নভেম্বর রাতে স্বামী অপর তিন সহযোগীসহ ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে স্ত্রী মোরশেদাকে। এর একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ সময় মোরশেদা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে।
urgentPhoto
এ ঘটনায় নিহতের চাচা মো. শওকত আলী বাদী হয়ে স্বামীসহ চারজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন হানিফ, মুল্লুক ও রানা। তাদের মধ্যে হানিফকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। বাকিরা পরে আটক হয়।
মামলার দীর্ঘ তদন্ত শেষে সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানির পর আজ আদালত সব আসামিকে ফাঁসির দণ্ড দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. কাজল বলেন, আজ এই রায় দেওয়ার ফলে অভিযোগকারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এ রায়ে বাদী ন্যায়বিচার পেয়েছে। রাষ্ট্রপক্ষ এ রায়ের ফলে সন্তুষ্টি প্রকাশ করেছে। চারজন আসামিকেই আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।