ধামরাইয়ে দুই বাড়িতে ডাকাতি, আহত ১০

ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে চুন্না ও কাছৈর গ্রামে এ ঘটনা ঘটে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এলাকাবাসীর বরাত দিয়ে জানান, আজ ভোররাতে ধামরাই চুন্না গ্রামের কালিয়াকৈর এলাকার কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র সরকারের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত ঘরে ঢুকে। এ সময় বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের আহত করে। এরপর ডাকাতদল আলমারি ভেঙে পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা হিম্মত মোল্লা, গরী মোল্লা ও শিশিরসহ সাত ব্যক্তিকে কুপিয়ে আহত করে এবং ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিক্ষক অনিল চন্দ্র সরকার ও তাঁর ভাই জীবন চন্দ্র সরকারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরাও হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান ওসি।
অন্য দিকে একই সময়ে ধামরাইর কাছৈর গ্রামের স্থানীয় ব্যবসায়ী শুকুরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলেও জানান ওসি ফিরোজ তালুকদার। এ সময় ডাকাতরা এক লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
ওসি জানান, ডাকাতির খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ধামরাই থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।