গাজীপুরে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার কোনাবাড়ী বাইমাইল এলাকায় নিজ বাসা থেকে মনি বেগম (২৪) নামের ওই পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।
মনি বেগম লালমনিহাটের আদিতমারি থানার চন্ডিমারি মহিষখোলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম জিন্নাত আলী।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি বাইমাইল এলাকায় স্বামী সাইফুল ইসলামকে নিয়ে মনি বেগম এক বাসায় ভাড়া থাকতেন। স্থানীয় এক পোশাক কারখানায় কাজ করতেন মনি। সোমবার দিবাগত রাতে স্বামী সাইফুলের সঙ্গে মনির ঝগড়া হয়।
পরের দিন মঙ্গলবার বিকেল পর্যন্ত সাড়া না পেয়ে বাড়ির অন্য ভাড়াটেরা জানালার ফাঁক দিয়ে মনির বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায়। বিকেলে পুলিশ মনি বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় তাঁর স্বামী সাইফুল বাড়িতে ছিলেন না।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে মনি বেগম নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে মনি বেগম কোন কারখানায় কাজ করতেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।