ময়মনসিংহে বাসে পেট্রল বোমা, ৩ যাত্রী দগ্ধ

ময়মনসিংহ শহরের টাঙ্গাইল বাসস্ট্যান্ডের কাছে ইমন মোহাম্মদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলায় ৩ জন দগ্ধ হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে ওই হামলা চালায় দুর্বৃত্তরা।
দগ্ধরা হলেন ময়মনসিংহ শহরের খাকডহর এলাকার শহীদুল, মুক্তাগাছার হাসান নওশের এবং বিরাশি গ্রামের আলমগীর। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এর আগে রাত ৯টার দিকে শহরের চড়পাড়ায় ২টি এবং নতুনবাজার এলাকায় ১টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।