ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় দুজন খুন
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় দুজন খুন হয়েছে। নিখোঁজের তিন দিন পর সিএনজিচালিত এক অটোরিকশাচালকের গলা কাটা লাশ আজ বুধবার সকালে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্টাপাড়া এলাকা থেকে উদ্ধার করে।
নিহত গাজী মিয়া জেলার নাসিরনগর উপজেলার মহিষবেড় এলাকার আনিস মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজী মিয়া কালিকচ্চ এলাকায় অটোরিকশা চালাতেন। সেখানেই একটি ঘরে ভাড়া থাকতেন। তিন দিন আগে অটোরিকশাসহ তিনি নিখোঁজ হন। আজ বুধবার সকালে কুট্টাপাড়ার ফসলি জমি থেকে তাঁর গলাকাটা লাশ পুলিশ উদ্ধার করে।
এদিকে সদর উপজেলার রামরাইলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আমিন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে মারা গেছেন।