‘বর্তমান সরকারের অধীনেই নির্বাচন, শেখ হাসিনাই হবেন প্রধানমন্ত্রী’

সংবাদ সম্মেলনে বিএনএ চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। ছবি : এনটিভি
বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হতে হবে এবং তা হলে শেখ হাসিনাই পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নাজমুল হুদা এসব কথা বলেন।
সাবেক যোগাযোগমন্ত্রী আরো বলেন, গণতন্ত্রের স্বার্থে দেশের বড় দুই দলের গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হবে।
এ সময় নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে সাত দফা প্রস্তাবও দেন নাজমুল হুদা।
গত ১৮ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠন ও বাছাই কমিটিসহ ১৩ দফা প্রস্তাব দেন।