চালককে নামিয়ে কাভার্ডভ্যানে আগুন

দিনাজপুর শহরের আমতলীতে চালক ও তাঁর সহকারীকে নামিয়ে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান বলেন, দুর্বৃত্তরা চালক ও তাঁর সহকারীকে নামিয়ে পেট্রল ঢেলে কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। এতে কাভার্ডভ্যানটি পুড়ে যায়। এ ব্যাপারে থানায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।