বিএনপি নেতা শমসের মবিন জামিনে মুক্ত
হাইকোর্ট থেকে জামিন লাভের ১৬ দিন পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে তিনি মুক্তি পান।
কাশিমপুর কারাগার-২-এর কারাধ্যক্ষ (জেলার) নাসির আহমেদ বলেন, গতকাল বৃহস্পতিবার শমসের মবিন চৌধুরীর জামিননামা কাশিমপুর কারাগারে আসে। যাচাই-বাছাই শেষে আজ দুপুরে তাঁকে মুক্তি দেওয়া হয়।
পুলিশের ওপর হামলার ঘটনায় করা দুটি মামলায় ৬ মে বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শমসের মবিন চৌধুরীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন।
জামিন শুনানিতে শমসের মবিনের আইনজীবী মাসুদ রানা আদালতকে বলেছিলেন, ‘দুটি মামলায় তাঁর বিরুদ্ধে কোনো এফআইআরে নাম নেই। সন্দেহজনকভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন প্রথম শ্রেণির সম্মানিত নাগরিক।
দেশ-বিদেশে তাঁর অনেক সুনাম রয়েছে। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই জন্য তাঁকে জামিন দেওয়া হোক।’
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর রাজধানীর আলিয়া মাদ্রাসাসংলগ্ন আদালতে দুদকের মামলায় হাজিরা দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ফেরার পথে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিনই পুলিশের ওপর হামলার অভিযোগে শাহবাগ থানা ও চকবাজার থানায় দুটি মামলা করে পুলিশ। এসব মামলায় সন্দেহজনক আসামি হিসেবে গত ৮ জানুয়ারি গুলশান কার্যালয় থেকে বের হওয়ার পথে শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।