সাব-রেজিস্ট্রারের মাথায় পিস্তল ঠেকিয়ে পেটালেন আ. লীগ নেতা
জামালপুরের মেলান্দহ উপজেলায় আওয়ামী লীগের এক নেতা চাঁদার দাবিতে সাব-রেজিস্ট্রারের মাথায় পিস্তল ঠেকিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে মেলান্দহ সাব-রেজিস্ট্রি কার্যালয়ে এই ঘটনা ঘটে।
দলিল লেখকরা জানায়, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন আজ দুপুরে মেলান্দহ সাব-রেজিস্ট্রি কার্যালয়ে গিয়ে সাব-রেজিস্ট্রার নূর আলমের মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় সফেন সাব-রেজিস্ট্রার নূর আলমকে বেদম মারধর করেন। এ সময় তাঁকে ফেরাতে গেলে দলিল লেখক শাহীনুর ইসলাম ও বাবুল হাসানকেও মারধর করেন। এ ঘটনায় মেলান্দহ উপজেলা প্রশাসনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।
আহত দলিল লেখক বাবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জানতে সাব-রেজিস্ট্রার নূর আলম ও আওয়ামী লীগের নেতার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জন কেনেডি জাম্বিল বিষয়টি স্বীকার করে জানান, এ ঘটনায় সাব-রেজিস্ট্রার নূর আলম বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা করেছেন।
মেলান্দহ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম বলেছেন, মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।