রাজধানীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাজধানীর আগারগাঁও তালতলা এলাকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শেরেবাংলা নগর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রউফ।
নিহত যুবকের নাম জসিম উদ্দিন, গ্রামের বাড়ি বরিশাল সদরে। রাজধানীর কাজিপাড়ায় ছাত্রাবাসে থেকে একটি মাদ্রাসায় ফাজিল পড়তেন তিনি। এর আগেও পুলিশের হাতে আটক হন জসিম। তাঁর বাবার নাম আবদুর রাজ্জাক।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, মাথা ও ঘাড়ে গুলিবিদ্ধ যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ভোর সাড়ে ৪টার দিকে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত জসিমের বড় ভাই আনিসুর রহমান বলেন, শনিবার সকালে শেরেবাংলা নগর থানার পুলিশ তাকে আটক করেছে বলে খবর পান তাঁরা। কিন্তু থানায় যোগাযোগ করলে তা অস্বীকার করা হয়। পরে বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে রোববার দুপুরে ঢাকা মেডিকেলের মর্গে তার লাশ শনাক্ত করেন তিনি।
এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ছাত্রশিবির দাবি করেছে, মিরপুর (পূর্ব) শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন জসিম।