প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় কনস্টেবলের আত্মহত্যা!
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের সরকারপাড়ায় এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম রতন চন্দ্র রায় (২৪)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ বাড়ির পাশে ভবেশ চন্দ্র রায়ের ফাঁকা বাড়ির একটি ঘরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় আত্মহত্যা করেন তিনি।
পরিবার সূত্র জানায়, রতন চন্দ্র ঢাকার গুলশান ২-এ ডিপ্লোমেটিক সিকিউরিটি পুলিশের সদস্য ছিলেন। গত ২৬ নভেম্বর ১৫ দিনের ছুটি নিয়ে তিনি বাড়িতে আসেন। লালমনিরহাট জেলার সিন্দুরমতি গ্রামের এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল রতন চন্দ্রের। সম্প্রতি তাঁর বিয়ে হয়ে যায়। এতে অভিমান করে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাসুম জানান, ঘটনাস্থল থেকে রতন চন্দ্র রায়ের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।