ঢাকায় দুই ‘আইএস জঙ্গি’ আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/05/25/photo-1432544496.jpg)
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সকালে রাজধানীর উত্তরা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতদের একজন জেএমবির সমন্বয়কারী। তিনি জেএমবি সদস্যদের জিহাদের জন্য প্রশিক্ষণ দিচ্ছিলেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুজন রাজধানীতে জঙ্গি তৎপরতার সহায়তার কাজ করছিলেন। এদের একজন আমিনুল বেগ পুলিশের কাছে স্বীকার করেছেন, নিষিদ্ধঘোষিত জেএমবির ২০ তরুণকে ইসলামী শাসনব্যবস্থা কায়েমের উদ্দেশ্যে প্রস্তুত করতে তিনি কাজ করছিলেন। ইসলামী রাষ্ট্র ও খেলাফতে বিশ্বাস করেই আমিনুল এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁর সহযোগী সাকিব বিন কামাল আইএস ট্রেনিং নিয়েছেন বলে জানায় ডিবি পুলিশ।
আটক দুজনকে নিয়ে সকালে সংবাদ সম্মেলন করে গোয়েন্দা পুলিশ। সেখানে গোয়েন্দা পুলিশের মুখপাত্র ও ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, আমিনুল ও সাকিবকে জিজ্ঞাসাবাদে যাঁদের নাম পাওয়া গেছে তাঁরা বেশির ভাগই বয়সে তরুণ এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত। তাঁরা কথিত জিহাদে অংশগ্রহণে ইচ্ছুক।
মনিরুল ইসলাম আরো বলেন, সম্প্রতি ১০ বিশিষ্ট নাগরিকের বিরুদ্ধে হত্যার হুমকির সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা থাকতে পারে। যাঁদের কর্মকাণ্ডের কারণে জঙ্গিদের মতামতের প্রচার ও প্রকাশ এবং কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে, তাঁরাই মূলত তাঁদের হামলার লক্ষ্য।