অভিনেত্রী একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় দুই মামলা
ঢাকাই সিনেমার অভিনেত্রী একার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দুটি মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে মামলা দুটি করা হয়।
এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন।
মহিউদ্দিন বলেন, ‘একার বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, যে মামলাটি পুলিশ বাদী হয়ে করেছে। অপরটি করেছেন হাজেরা (৩৫) নামের গৃহকর্মী, যিনি একার কাছে নির্যাতনের শিকার হয়েছেন৷’
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামপুরার উলনের বাসা থেকে অভিনেত্রী একাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। আটকের পর পরিদর্শক মহিউদ্দিন দাবি করেছিলেন, একার বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং আধা বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। গৃহকর্মী হাজেরার অভিযোগের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয় বলে পুলিশ জানায়।
অভিনেত্রী একার বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। মাদক পাওয়ার ব্যাপারে নজরুল ইসলামের কাছে প্রথমে প্রশ্ন করা হয়, একাকে আটকের সময় কি মাদকদ্রব্য পাওয়া গেছে? এমন প্রশ্নে এসআই নজরুল বলেন, ‘কই না তো!’
পুনরায় প্রশ্ন করা হলে এসআই নজরুল বলেন, ‘আপনি মহিউদ্দিন স্যারের সঙ্গে কথা বলুন।’ যদিও এর আগে এই প্রতিবেদকের কাছে পরিদর্শক মহিউদ্দিন অভিনেত্রী একার বাসায় মাদক পাওয়ার দাবি করেছিলেন।
এদিকে, গতকাল সন্ধ্যায় হাতিরঝিল থানার এসআই হারুন অর রশীদ বলেন, ‘গৃহকর্মী (হাজেরা) আমাদের কাছে যে অভিযোগ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিনেত্রী একা এখন হাতিরঝিল থানায় রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর, অভিযোগকারী ওই গৃহকর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৃহকর্মীর হাতে ও মাথায় আঘাত রয়েছে।’
এসআই হারুন আরও বলেন, ‘প্রথমে আমাদের কাছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল আসে। ওই গৃহকর্মীই ৯৯৯-এ কল দিয়েছিলেন। এরপর পুলিশ হাতিরঝিল থানার অধীন রামপুরার উলন এলাকা থেকে একাকে আটক করে এবং গৃহকর্মীকে উদ্ধার করে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।’
চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন একা। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয়ের মাধ্যমে ১৯৯৮ সালে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে একার। এরপর তিনি একই পরিচালকের ‘ধর’ চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয় করেছিলেন। পরে চিত্রনায়ক রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান ও শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটি হয়ে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০০৮ সালে একাকে ‘বাহাদুর সন্তান’ সিনেমায় দেখা গিয়েছে। তিনি ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।