সাভারে কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩
সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার মজুত ও রিফিল কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও দুজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো। মঙ্গলবার (১৬ মে) দিনগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
আজ বুধবার (১৭ মে) সকালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন মো. নুরুন্নবী (১৮) ও মো. বেল্লাল হোসেন (৩৫)। নুরুন্নবীর বাড়ি টাঙ্গাইল জেলায় ও মো. বিল্লাল হোসেনের বাড়ি রংপুর জেলায়।
এর আগে গত শনিবার (১৩ মে) সকাল ১০টার দিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সংলগ্ন তেঁতুলতলা এলাকার বিল্লালের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এসএম আইউব হোসেন বলেন, “আশুলিয়া থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ আমাদের এখানে চারজন এসেছিল। তাদের মধ্যে শরিফুল ইসলাম নামে এক যুবক সোমবার (১৫ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ ছিল। মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার দিকে মো. নুরুন্নবী আইসিইউতে মারা যান। তার শরীর ৪৩ শতাংশ দগ্ধ ছিল। মো. বেলাল হোসেন রাত ১০টার দিকে আইসিইউতে মারা যান। তার শরীর ৩৬ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ আরও এক শিশু চিকিৎসাধীন রয়েছে।”