‘আত্মহত্যার’ ভাইরাল বক্তব্য নিয়ে যা বললেন সেই সংসদ সদস্য

“আগামী নির্বাচনে যদি খালেদা জিয়া ক্ষমতায় আসেন, তাহলে আমি ‘বিষ খেয়ে আত্মহত্যা’ করব। নির্বাচনে জনগণ নৌকায় ভোট না দিলে সেটি ‘জাতির জন্য বেঈমানি’ হবে।”
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ বিষয়ে আজ রোববার (২৮ মে) সন্ধ্যায় নাজিম উদ্দিন আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি বলেছি বিএনপি-জামায়াত যদি আবার ক্ষমতায় আসে তাহলে তা হবে মৃত্যু সমতুল্য। আমি খালেদা জিয়ার বিষয়ে কিছু বলিনি। তারা ক্ষমতায় এসে রাজাকারের গাড়িতে পতাকা তুলে ঘুরে বেড়াবে এর চেয়ে মৃত্যুই ভালো। আমার বক্তব্যে মূলত আমি আমার অনুভূতি প্রকাশ করেছি। স্বাধীন দেশে স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় এসেছে। সেটা নিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে আমি আমার আক্ষেপ প্রকাশ করেছি। স্বাধীনতাবিরোধীরা যখন গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে চলাচল করে, মুক্তিযোদ্ধা হিসেবে এটা আমার জন্য আত্মহত্যার শামিল।’
গতকাল শনিবার বিকেলে জেলার গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা গ্রামে নারীদের নিয়ে এক উঠান বৈঠক করেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য। নির্বাচনি প্রচারের অংশ হিসেবে সরকারের উন্নয়ন তুলে ধরতে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
সেই উঠান বৈঠকে বক্তব্যের একপর্যায়ে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘আমার কোনো সহায় সম্বল নাই, ব্যাংকে কোনো টাকা-পয়সা নাই। এ দেশে স্বাধীনতার পক্ষের শক্তি, যাঁরা মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে, তাঁদের মনের আশা, ৩০ লাখ শহীদের আত্মা ঘুরে বেড়াচ্ছে এখানে। আত্মারা যদি আপনাদের কাছে দাবি করে, নৌকায় ভোট দেওয়ার জন্য, যদি আপনারা নৌকায় ভোট না দেন, তাহলে জাতির জন্য বেঈমানি হবে। তাই আপনাদের কাছে দাবি, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আরেকবার সুযোগ দেন। যাতে এ দেশে রাজাকার আলবদররা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে।’
মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীনতাবিরোধীদের বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের কথা উল্লেখ করে এই সংসদ সদস্য আরও বলেন, ‘তারাই যদি আবার ক্ষমতায় আসে, তাহলে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করব। যদি শুনতে পারি নৌকা হেরে গেছে, ক্ষমতায় এসেছে খালেদা জিয়া, তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না। কারণ, এ বেঁচে থাকার আর মূল্য নেই।’
ময়মনসিংহ–৩ আসনের দুবারের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমার এই হাতে অস্ত্র ধরেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম। এর পরও যদি আবার হায়েনারা ক্ষমতায় আসে, তাহলে আমি মুক্তিযোদ্ধা বেঁচে থেকে কী লাভ? তাই আপনাদের কাছে আকুল আবেদন আগামী নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি দুইবার সংসদ সদস্য হয়েছি। আগামী নির্বাচনে আবার চাই শেখ হাসিনা যেন আমাকে নৌকাটা দেন। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন।’