চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৭ জুন) ভোর সাড়ে তিনটার দিকে কালিয়াইশ মাস্টারহাটে এ অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক লাইন থেকে শটসার্কিট হয়ে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে নুরুল ইসলাম মন্টুর মুদির দোকান, সামশুল ইসলাম মেম্বারের চায়ের দোকান, মোস্তাক মিয়ার চায়ের দোকান, ডা. ওমর আলীর চেম্বার, সিরাজ হাজীর দোকান ও নজরুলের মুরগির দোকানে আগুন লাগে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ হুমায়ুন কারনায়েন বলেন, আমরা ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পার্শ্ববর্তী পুকুর থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে প্রাথমিক ক্ষয়-ক্ষতির পরিমাণ ১০-১২ লাখ টাকা ধারণা করা হচ্ছে।