বৌভাতে এবার কাঁচামরিচ উপহার!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/02/kishorgnyj.jpg)
উপহারের কোনো শেষ নেই। মনের খুশি মতো অনুষ্ঠানভেদে উপহার দেয় মানুষজন। তবে, এবার এক বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে এক কেজি কাঁচামরিচ দিয়েছে বেশ কয়েকজন যুবক। এতে গোটা এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আজ রোববার (২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বৌভাতের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
মরিচ দেওয়া যুবকদের দাবি, কাঁচামরিচ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এর জন্যই তারা সব রান্নায় ব্যবহৃত এই উপহার দিয়েছেন। একইসঙ্গে দাম বৃদ্ধির বিরুদ্ধে এটি একটি মৌন প্রতিবাদ বলে জানিয়েছেন তারা।
কাঁচামরিচ উপহার নিয়ে আসাদের মধ্যে ছিলেন এস এম রায়হান। তিনি বলেন, ‘যে হারে কাঁচামরিচের দাম বাড়ছে এতে করে উপহার হিসেবে কাঁচা মরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। দাম বৃদ্ধি নিয়ে এটি আমাদের প্রতিবাদ।’
বরের চাচা অ্যাডভোকেট খলিলুর রহমান বলেন, ‘আমাদের বৌভাত অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছে। তবে, মাহমুদুরের বন্ধুদের কাঁচামরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। তাদের এ প্রতিবাদী উপহার আমরা সাদরে গ্রহণ করেছি।’
এদিকে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন বাজারে ৬০০ টাকা দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। দেশি কাঁচামরিচের দাম অত্যধিক বেড়ে যাওয়ায় সরকারের অনুমতি সাপেক্ষে ভারত থেকে আমদানি করা হচ্ছে রান্নায় বহুল ব্যবহৃত এই উপাদান।