চুয়াডাঙ্গায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/03/chuadanga.jpg)
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে পথচলা দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির ২১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে চুয়াডাঙ্গায়। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, কেককাটা অনুষ্ঠিত হয় ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করা হয়।
আজ সোমবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।
এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। সাংবাদিক রকিবুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি ও প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনি বক্তব্য দেন।