বজ্রাঘাতে একই জেলার চারজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক বজ্রাঘাতের ঘটনায় চারজন মারা গেছেন। আজ সোমবার (৩ জুলাই) জেলার সদর, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। কৃষি জমিতে কাজ করার সময় সবাই মারা গেছে বলে জানা গেছে।
নিহতেরা হলেন—ভোলাহাট উপজেলার ওমর আলী (৫৫), দলদলি ইউনিয়নের চামা-মুশরিভুজা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন (৬০), সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১২ রশিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর হঠাৎপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে শরিফুল হক (৩৫)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রহনপুরের প্রসাদপুর হঠাৎপাড়া এলাকায় সকালে বাড়ির পাশে কাজ করা করছিলেন শরিফুল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই শরিফুল মারা যান।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সকালের দিকে মাঠে কাজ করার সময় বজ্রাঘাত হলে স্ট্রোক করে মারা যান ৬০ বছর বয়সী আনোয়ার হোসেন।
সদর উপজেলায় নিহতের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সকালে উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাত হলে ওমর আলী নামে একজন মারা যান। এ ছাড়া ১২ রশিয়ায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে জহুরুল ইসলাম আহত হন। পরে, পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩৫ বছর বয়সী এই যুবক।