বিএনপির দেশব্যাপী জনসমাবেশে নেতাকর্মীর ঢল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/31/khulna-bnpthame.jpg)
গত (২৯ জুলাই) শনিবার ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। সেই অবস্থান কর্মসূচিতে ‘অত্যাচার ও নির্যাতনের’ প্রতিবাদে সারা দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্র ঘোষিত সেই কর্মসূচির অংশ হিসেবে দেশের সব মহানগর ও জেলা সদরে আজ সোমবার (৩১ জুলাই) জনসমাবেশ করে দলটি। এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
আতিকুর রহমান সোহাগ, বগুড়া
কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ বিকেল ৫টায় দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে শহরের বিভিন্ন এলাকা হতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয় নেতাকর্মীরা। এ সময় শহরের সাতমাথা ও নবাববাড়ী রোডে বিপুল পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন ছিল।
সমাবেশে বক্তারা বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করেই ঘরে ফিরবেন তাঁরা।
নাসির আহমেদ, গাজীপুর
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। আজ বিকেলে শহরের রাজবাড়ী সড়কের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার।
এ সময় কেন্দ্রীয় নির্বাহী সদস্য শ্রমিকনেতা হুমায়ুন কবির খান, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, রফিকুল ইসলাম বাচ্চু, ডা. মাজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে সমবেত হয়।
বক্তারা বলেন, এক দফা দাবি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ সুনিশ্চিত করেই ঘরে ফিরবেন নেতাকর্মীরা।
ফারুক হোসেন, দিনাজপুর
দিনাজপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৪টায় জেল রোডে দলীয় কার্যালয়ের সামনে এই জনসমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/07/31/dinajpur-bnp-pic.jpg)
জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুলের সঞ্চালনায় জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেনন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম।
এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আখতারুজ্জামান মিঞা,
জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মাহবুব আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা প্রমুখ।
জনসমাবেশে জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতিদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিলিছ নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়।
আইয়ুব আলী, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা বিএনপির অফিসের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।
জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/07/31/mymen-bnp-pic.jpg)
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ডা মোফাখারুল ইসলাম রানা, মহানগর বিএনপির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, এ কে এম মাহবুবুল আলম প্রমুখ।
এর আগে জনসমাবেশে অঙ্গ ও সহযোগী, পেশাজীবী সংগঠনের বিপুল নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হয়।
কে এম সবুজ, ঝালকাঠি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে জনসমাবেশ করেছে জেলা বিএনপি। আজ বিকেলে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, বিএনপিনেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/07/31/jhalakathi-bnp-pic.jpg)
জনসমাবেশে বক্তারা এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যত দিন পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ না করবেন তত দিন আন্দোলন চলবে বলেও জানান বক্তারা। পাশাপাশি খালেদা জিয়ার নিশর্ত মুক্তি দবি করা হয় জনসমাবেশ থেকে।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
মানিকগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনসমাবেশ করেছে জেলা বিএনপি। আজ বিকেল ৪টায় খন্দকার নুরুল হোসেন ল কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি আফরুজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে জনসমাবেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/07/31/manikganj-bnp-pic.jpg)
জনসমাবেশে গত ২৯ জুলাই শনিবার ঢাকা প্রবেশপথে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ করেছে জেলা বিএনপি। আজ দুপরে শহরের মিল্লাত চত্বর সড়কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলীয় নেতাকর্মীরা অংশ নেয়।
জনসমাবেশে যোগ দিতে আসার পথে বিএনপির চার কর্মীকে পুলিশ আটক করে বলে অভিযোগ করে বিএনপি।
জেলা বিএনপির সহসভাপতি কংচাইরী মারমার সভাপতিত্বে প্রধান জনসমাবেশে অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী, কমল বিকাশ ত্রিপুরা, জহিরুল ইসলাম ও মোবারক হোসেন।
কাকন রেজা, শেরপুর
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে জেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ শুরুর আগেই পুলিশী বাধায় তা পণ্ড হয়ে গেছে। এ ব্যাপারে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির নেতারা।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল তার বাসভবনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, তাঁরা জেলা বিএনপির কার্যালয় পর্যন্ত যেতেই পারেননি। তার আগেই পুলিশ তাঁদের বাধা দেয়।
মাহমুদুল হক রুবেল বলেন, ‘আমরা শান্ত শেরপুরকে অশান্ত করতে চাই না। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে এ ব্যাপারে কথা বলব। তারা যেন শান্তিপূর্ণভাবে আমাদের সভা-সমাবেশ করতে দেন।’
রশিদ আল মুনান, পিরোজপুর
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ ও জনসমাবেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি। আজ বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতারা।
বক্তার বলেন, সরকারের পদত্যাগের যে দাবি বিএনপি করছে তার সঙ্গে এখন দেশের সাধারণ মানুষ যোগ দিয়েছে। এবার আর হামলা আর মামলা দিয়ে দাবিয়ে রাখা যাবে না। সরকার পতনের এক দফা দাবি আদায় করেই বিএনপির নেতাকর্মীরা এ আন্দোলন শেষ করবে।
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিক্ষোভ ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সরকারি কলেজের সামনে এ জনসমাবেশ করা হয়।
জনসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। এত বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক জহির, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ স্থানীয় নেতারা।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/07/31/brahmanbaria-bnp-news-pic.jpg)
এর আগে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসমাবেশ স্থলে সমবেত হয়। সমাবেশে বক্তারা দ্রুত সরকারকে এক দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আগামী দিনে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।
ভজন দাস, নেত্রকোনা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ সকালে শহরের বনুয়াপাড়া এলাকায় এক সংক্ষিপ্ত জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ স্থানীয় নেতারা।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/07/31/netrokona-bnp-news-pic.jpg)
সংক্ষিপ্ত জনসমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এই সরকার হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। এই স্বৈরাচারী সরকারের পতন, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না।
জনসমাবেশে বিএনপি ছাত্রদল, যুবদল,সেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
মিজানুর রহমান, ঝিনাইদহ
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে জনসমাবেশ করেছে জেলা বিএনপি। আজ সকালে শহরের কবি সুকান্ত সড়কের ফ্যামেলি জোন এলাকায় এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির ছাড়াও ছয় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশ নেয়।
জনসমাবেশে বিএনপির খুলনা বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, আসাদের ওপর যে বর্বরোচিত হামলা করা হয়েছে, তা ন্যক্কারজনক। সরকার ও তাদের পেটোয়া বাহিনী তাদের পুরোনো চেহারায় ফিরেছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার পলানোর পথ খুঁজে পাবে না।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/07/31/jhenidah-bnp-pic.jpg)
বক্তারা আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। এজন্য বিএনপির এক দফা আন্দোলনে নেতাকর্মীদের আরও ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।
তারেক স্বপন, নারায়ণগঞ্জ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের জেলা বিএনপির জনসমাবেশ করেছে।
আজ বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিসের সামনে এ জনসমাবেশ করা হয়।
জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/07/31/narayanganj-bnp-news.jpg)
জনসমাবেশে বক্তারা বলেন, সরকার দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্রকে হত্যা করে আসছে। মানুষের ওপর নির্যাতন করে দুর্ভোগ বৃদ্ধি করে জনজীবন বিপন্ন করে ফেলেছে। তাই সারা দেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ এই সরকারের পদত্যাগ ও একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। দাবি আদায় না হওয়া পর্যন্ত দলীয় যেকোনো কর্মসূচি, আন্দোলন অব্যাহত থাকবে।
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
জনসমাবেশ কর্মসূচি পালন করেছে শরীয়তপুর জেলা বিএনপিও। আজ বেলা ১১টায় জেলা বিএনপির উদ্যোগে ধানুকার এতিমখানা সড়কে প্রতিবাদ মিছিল করে তারা। পরে জেলা শহরের ধানুকারাণী মহলে চত্বরে জনসমাবেশ হয়।
জনসমাবেশে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুর পরিচালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, পৌর বিএনপির সভাপতি লুৎফর রহমান ঢালী, নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, জেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি নাজমুল হক বাদল, জাজিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার আক্কাস আলী, জেলা যুবদলনেতা লিটন মুন্সী প্রমুখ।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/07/31/shariatpur-bnp-pic.jpg)
জনসমাবেশে বক্তারা বলেন, নিশি রাতের অবৈধ আওয়ামী লীগ সরকার গণতন্ত্র হত্যা করেছে। তাদের অধীনে পুনরায় নির্বাচন-নির্বাচন খেলতে চাই না। আমরা আওয়ামী লীগের এই নির্বাচন-নির্বাচন খেলা মেনে নিতে পারব না। তাই আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ করতে চেয়েছি। সেখানেও আওয়ামী লীগ ও পুলিশ আমাদের শীর্ষস্থানীয় নেতাদের উপর হামলা করেছে। হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। আমরা গ্রেপ্তার করা নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে না নিলে আমারা এক দফা দাবি আন্দোলন চালিয়ে যাব।