গণতন্ত্রকে পদদলিত করতে চায় বিএনপি-জামায়াত : নাছিম
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে বিএনপি-জামায়াত উৎখাত করতে চায় জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘সরকারকে উৎখাত করে গণতন্ত্রকে পদদলিত করতে চায় তারা (বিএনপি-জামায়াত)। এরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় যেতে চায়।’
আজ শনিবার (২৬ আগষ্ট) দুপুরে রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াত খুনের ও চক্রান্তের রাজনীতি করে। ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতি করে। তাদের বিরুদ্ধে দেশের মানুষকে নিয়ে আমাদের দাঁড়াতে হবে। তাদের অপকর্মের বিরুদ্ধে আমাদের জনমত তৈরি করতে হবে। দেশের ১৭ কোটি মানুষকে এদের হাত থেকে রক্ষা করতে হবে। এরা সুযোগ পেলেই দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করবে। বিএনপি-জামায়াত কখনোই দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা যে কোনো উপায়ে ক্ষমতায় গিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায়। তারা তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়কেও দেশের বাইরে হত্যা করতে চায়। তারা সুযোগ পেলে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাকেও হত্যা করবে। বিএনপি তাদের খুনের চরিত্র থেকে বের হতে পারছে না।’
নাছিম বলেন, ‘জাতির পিতা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ার কাজে হাত দিয়েছিলেন। তিনি তার চূড়ান্ত রূপ দিয়ে যাওয়ার আগেই খুনিরা তাকে হত্যা করেছে। কারণ, খুনিরা চায়নি বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হোক। ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ ৭৫ সালের ১৫ আগষ্ট নিয়েছে। তারা চেয়েছিল বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে।’