রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/14/6.jpg)
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সহযোগিতা করেছে র্যাব, পুলিশ, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজান শিকদার।
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মোহাম্মদ থানার ডিউটি অফিসার (এসআই) দেবলাল সরকার রনি সাংবাদিকদের বলেন, রাত ৪টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার সংবাদ পাই। ঘটনার পর থেকে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত সাপেক্ষে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আগুনে শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব, পুলিশ, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা যোগ দিয়েছে।