নরসিংদীতে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন
নরসিংদীর শিবপুর উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। আহত দুজন সম্পর্কে মা ও মেয়ে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার শ্রীফুলিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। তবে, নিহত সবাই পুরুষ বলে জানা গেছে। আহতরা হলেন–মাদারীপুর জেলার কুতুবপুর থানার শিবচরের বাসিন্দা হামিদা বেগম (৩৯) ও তার মেয়ে সানজিদা বেগম (১৯)। তাদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা হাসপালে ভর্তি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘শুক্রবার দিনগত রাত ২টার দিকে শিবপুরের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের কাছেই ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রেবাসের সংঘর্ষ হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে আমরা ২টা ৮ মিনিটে দুর্ঘটানস্থলে পৌঁছাই। ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং দুজন আহত হন। বর্তমানে তারা নরসিংদী ১০০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন।’
আব্দুল মান্নান আনসারী বলেন, ‘ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। মরদেহগুলো ইটাখোলা হাইওয়ে পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।’