জ্বালানি তেলে ডিলারদের কমিশন বাড়ল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/03/jbaalaali_tel.jpg)
জ্বালানি তেল সরবরাহকারী ডিলারদের কমিশন বাড়িয়ে ও তেলের মূল্য সমন্বয় করে গেজেট প্রকাশ করেছে সরকার। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) জ্বালানি মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সমন্বয় কার্যকর করেছে। তবে, এতে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দামে কোনো হেরফের হবে না।
দীর্ঘদিন ধরেই কমিশন বাড়ানোর দাবি জানিয়ে আসছিল জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকরা। তাদের আন্দোলনের ভিত্তিতে এ কমিশন বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম মূল্য সংযোজন করসহ (মূসক) নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা। কেরোসিন মূসকসহ ১০১ টাকা ৪৪ পয়সা, মূসকসহ অকটেনের মূল্য ১১৯ টাকা ৬২ পয়সা এবং মূসকসহ পেট্রোল ১১৪ টাকা ৮৬ পয়সা করা হয়েছে।