খালি কন্টেইনারে সিঙ্গাপুর যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার যুবক
চট্টগ্রাম বন্দর থেকে খালি কন্টেইনারের ভিতরে লুকিয়ে অবৈধভাবে সিঙ্গাপুর যাওয়ার চেষ্টার অভিযোগে লিটন মোল্লা (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) তাকে সিঙ্গাপুর থেকে দেশে এনে পুলিশে সোপর্দ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
গ্রেপ্তার লিটন মোল্লা পেশায় একজন ড্রাইভার।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, শুক্রবার চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের পরিদর্শক নাছির উদ্দিন আহমেদ বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে তাকে থানায় সোপর্দ করেছেন। লিটন মোল্লা অবৈধভাবে কন্টেইনারের ভেতরে লুকিয়ে সিঙ্গাপুর যাত্রা করেন। জাহাজ যখন মাঝ সাগরের পথে লিটন ক্ষুধা-তৃষ্ণায় খাবার খুঁজতে কন্টেইনারের বাইরে আসেন। এসময় জাহাজের ক্রুদের হাতে ধরা পড়েন তিনি। তাকে আটক করে জাহাজের ক্যাপ্টেন হাই ফং এর হেফাজতে রাখেন।
মামলার এজাহারে জানা গেছে, অভিযুক্ত লিটন গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় তার ভোটার আইডি কার্ড, ছবি ও ড্রাইভিং লাইসেন্সের কপি জমা দিয়ে বন্দর গেইট পাস পাওয়ার জন্য আবেদন করেন।
তার আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ডকুমেন্ট যাচাই-বাছাই করে তাকে ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় বন্দরে প্রবেশ কার্ড ইস্যু করেন। তার নামে ইস্যুকৃত গেইট পাস দিয়ে ওই দিন চট্টগ্রাম বন্দরের সিসিটি-২ গেট দিয়ে বিকেল ৫টা ২৩ মিনিটে বন্দরের ভেতরে প্রবেশ করেন।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী, লিটন এমভি হাইয়ান ভিউ নামক জাহাজের পিছন দিয়ে রেলিং বেয়ে উঠে জাহাজে করে অবৈধ উপায়ে বিদেশ যাওয়ার জন্য উই জাহাজের খালি কন্টেইনারের ভিতরে লুকিয়ে থাকে।
পুলিশ জানায়, অভিযুক্ত লিটনের কাছ থেকে বন্দর প্রবেশের একটি কার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স, নগদ ৩ হাজার টাকা, একটি বাটন মোবাইলফোন সেট ও একটি ওয়ালেট জব্দ করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে খালি কনটেইনারের ভেতর লুকিয়ে গত ১৩ বছরে ১০ বারে ১১ জন বিদেশে যাওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে এবং ৯ জনকে জীবিত ফিরিয়ে আনা হয়েছে। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে এমন ঘটনা ঘটেছিল।