অতিরিক্ত দায়িত্ব পেলেন বিমানের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক পদে দুই কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল রোববার (৮ অক্টোবর) বিমানের প্রশাসন বিভাগের এক আদেশে তাদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
আদেশে বলা হয়, পরিচালক (বিপণন ও বিক্রয়) যুগ্ম সচিব মো. কামরুল হাসান খানকে (জি-৫৩২২০) পরিচালক (কার্গো) এবং বিপণন বিভাগের মো. সালাউদ্দিনকে (পি-৩৩৭৪৭) নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরিচালকের (বিপণন ও বিক্রয়) প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আগে বিমানের পরিচালক পদে জনপ্রশাসন মন্ত্রাণালয় অন্য মন্ত্রণালয় থেকে কর্মকর্তাদের বিমানের পরিচালক হিসেবে নিয়োগ দিত। বর্তমানে বিমানের নয়টি পরিচালক পদের মধ্যে চারজন বিমানের নিজস্ব কর্মী ও বাকিরা বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা।