ব্যাটারিচালিত রিকশা ধরতে গিয়ে আহত আনসার সদস্যের মৃত্যু

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা ধরতে গিয়ে পুলিশের গাড়ি থেকে নামার সময় সড়কে পড়ে গুরুতর আহত মাহফুজ হেলাল (২৩) নামে এক আনসার সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১৬ অক্টোবর) দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মাহফুজ হেলালের মৃত্যু হয়। গত শনিবার (১৪ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ওই দুর্ঘটনার শিকার হন তিনি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, ‘গত শনিবার দিনগত রাতে টিএসসি এলাকায় টহল ডিউটিতে ছিলেন আনসার সদস্য হেলাল। সেখানে ব্যাটারিচালিত রিকশা ধরার জন্য পুলিশের গাড়ি থেকে নামতে গিয়ে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
ওসি নুর মোহাম্মদ আরও বলেন, ‘এর আগে এক নারী তার ব্যাটারিচালিত রিকশা চুরি হওয়ার অভিযোগে শাহবাগ থানায় জিডি করেন। ঘটনার দিন আনসার সদস্য হেলাল টিএসসি এলাকায় ডিউটি করার সময় একটি রিকশা দেখে সন্দেহ হয়। ওই রিকশা ধরতেই পুলিশের গাড়ি থেকে দ্রুত নামতে গিয়ে পা পিছলে সড়কে পড়ে যান।’
ঢামেক হাসপাতালে আনসার সদস্য মাহফুজ হেলালের বাবা আবারুল ইসলাম ঢালী গণমাধ্যমকে জানান, তাদের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার ঢালীবাড়ি গ্রামে। হেলাল শাহবাগ থানায় সাধারণ আনসার হিসেবে কর্মরত ছিলেন। এক ভাই ও দুই বোনের মধ্যে হেলাল সবার বড়। দুই বছর আগে আনসার বাহিনীতে যোগ দেন তিনি।