ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পারভেজ (২২) ও নোভা (২২) আক্তার নামে দুজনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের বটতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার পারভেজ ও নোভাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠান।
আটক পারভেজের বাড়ি সদর উপজেলার পারুলপাড়া দেওভোগ গ্রামে। নোভা আক্তারের বাড়িও সদর উপজেলার রনছ হাওলাপাড়া গ্রামে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ইছাপুরা ইউনিয়নের ফারুক মিয়ার সঙ্গে একই এলাকার খাদিজা বেগমের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। আট-দশ দিন আগে খাদিজা বেগম বিরোধের বিষয়ে ফারুক মিয়ার বিরুদ্ধে মামলা করার জন্য মুন্সীগঞ্জে যান। তখন মুন্সীগঞ্জ আদালতের গেটের সামনে পারভেজ ও নোভা তার কাছে এসে আদালতে আসার কারণ জিজ্ঞেস করেন। তিনি তাঁদের বিরোধের বিষয়ে বললে পারভেজ নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন এবং তাঁর থেকে ফারুক মিয়ার বিরুদ্ধে একটি দরখাস্ত ও এক হাজার টাকা নেন। পরে তারা তদন্ত করবেন বলে আরও দুই হাজার টাকা নেণ। এ ছাড়া তদন্তে এসে ফারুকের কাছ থেকেও অভিযোগ নিয়ে তার থেকে প্রথমে ৫০০ ও পরে আরও দুই হাজার ৫০০ টাকা নেন। গতকাল বুধবার আবার খাদিজার বাসায় এসে ঝামেলা সমাধান করবেন বলে আরও ৫০০ টাকা নেন তাঁরা। বিষয়টি স্থানীয় লোকেরা বুঝতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাঁদের আটক করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, আটক দুজনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।