তফসিল ঘোষণায় সারা দেশে আ.লীগের আনন্দ মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘ ৪৩ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজকের দিন খুব আনন্দের দিন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে স্বাগত জানাই।
নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর সারা দেশে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ। আজ সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট, কোতোয়ালি হয়ে লালদীঘি জেলা পরিষদ মার্কেট গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে মহানগর আওযামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন, সহসভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, খোরশেদ আলম সুজন ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বক্তব্য দেন।
বক্তারা বিগত দিনের মতো আগামীতেও নৌকা প্রতীকের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান এবং নির্বাচন কমিশনের সাহসী পদক্ষেপকে অভিনন্দন জানান।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
খুলনা মহানগর আওয়ামী লীগ তফসিলকে স্বাগত জানিয়ে আজ রাতে নগরীতে আনন্দ মিছিল করেছে। দলীয় কার্যালয় থেকে বের হওয়া এই মিছিলের নেতৃত্ব দেন খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।
মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে তফসিল ঘোষণার পর আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে রাত পৌনে ৮টার দিকে শত শত নেতাকর্মী নিয়ে মিছিলটি বের হয়।
মিছিলটি পুরোনো কাচারি এলাকা থেকে শুরু শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পুরোনো কাচারি এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলটি শেখ হাসিনার সরকার, বার বার দরকার এই স্লোগানে মুখরিত ছিল। এদিকে মুন্সীগঞ্জ-৩ আসনের সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের অনুসারীরা শহরে আরেকটি আনন্দ মিছিল বের করে।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
তফসিল ঘোষণার পর পরই মানিকগঞ্জেও আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। আনন্দ মিছিলটি শহরের দলীয় কার্যালয় থেকে বের হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
তফসিল ঘোষণার পর পরই জয়পুরহাট জেলা শহরে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা।
খণ্ড খণ্ড আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে সংক্ষিপ্ত আনন্দ সভা অনুষ্ঠিত হয়।
ভজন দাস, নেত্রকোনা
তফসিল ঘোষণার পর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
ছোটবাজার দলীয় কার্যালয় থেকে রাতে মিছিলটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। এ সময় আনন্দে মেতে উঠে ছাত্রলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
সঞ্জিব দাস, ফরিদপুর
তফশিল ঘোষণার পর ফরিদপুরেও আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় শহরের আলিপুরে আওয়ামী লীগের কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস।
আনন্দ মিছিলে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন।
আবু হোসাইন সুমন, মোংলা
তফসিল ঘোষণার পর মোংলায়ও আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। আজ সন্ধ্যায় ও রাতে দফায় দফায় আনন্দ মিছিল করে আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠন।
সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় কার্যালয় থেকে পৌর ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বের হওয়া আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে সংক্ষিপ্ত সভা হয়।
সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান।
বক্তারা তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সব নেতাকর্মীকে মাঠে থাকার আহ্বান জানান।
রশিদ আল মুনান, পিরোজপুর
তফসিল ঘোষণার পর পরই আনন্দ মিছিল করেছে পিরোজপুর জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর অনুসারীরা কৃষ্ণচূড়া মোড় থেকে আরেকটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিও অফিসে গিয়ে শেষ হয়।
ওছমান হারুন মাহমুদ, ফেনী
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভা থেকে শুরু হয়ে শহরের ট্রাংক রোড প্রদক্ষিণ করে করে মিছিলটি শেষ হয়।
মিছিলে ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্ল্যাহ খোন্দকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুষেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র এবং নির্বাচনমুখী দল। তারই ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এ তফসিলকে স্বাগত জানিয়ে আমরা আনন্দ মিছিল করছি।
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
তফসিলকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ রাতে উত্তর তেমুহনী থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ ভুইয়া মান্না, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়াসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
হালিম খান, নাটোর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নাটোরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বে কান্দিভিটা দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান এলাকা ঘুরে ছায়াবানী মোড়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। একই সময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে আরেকটি আনন্দ মিছিল শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়।