আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের ৪৩০ টহল দল, বিজিবির ২৩০ প্লাটুন
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও হরতালে জনগণের জানমাল রক্ষায় সারা দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেসের ৪৩০টি টইল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৪৫টি টহল দল মোতায়েন করা হয়। আর ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ রোববার (২৬ নভেম্বর) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা ও বিজিবির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে র্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এনটিভি অনলাইনকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাব ফোর্সেসের ১৪৫টি টহল দল মোতায়েন রয়েছে। এ ছাড়া রাজধানীসহ সারা দেশে ৪৩০টি টইল দল মোতায়েন রয়েছে। যাত্রী ও পণ্য পরিবহণে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহণকে টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌছে দিচ্ছে র্যাব।
এদিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সপ্তম দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। আজ রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে এই অবরোধ চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।