‘মুরগি’ সম্বোধন নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মারামারি
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, দু-পক্ষের মধ্যে ‘মুরগি’ সম্বোধনকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটেছে।
আজ রোববার (২৬ নভেম্বর) ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
মো. পারভেজ ইসলাম বলেন, ‘রোববার দুপুরের দিকে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে।’
কী কারণে এ ঘটনা ঘটেছে, এমন প্রশ্নে ওসি বলেন, ‘শুনেছি এক কলেজের কয়েকজন শিক্ষার্থী আরেক কলেজের শিক্ষার্থীদের মুরগি বলে ডাক দেয়। এই ‘মুরগি’ ডাকাডাকিকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে দুপক্ষের শিক্ষার্থীরা তাদের আরও বন্ধুদের ডেকে আনে ফোনে। এরপর তাদের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে, কারা কাদের মুরগি বলে ডেকেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
মো. পারভেজ ইসলাম আরও বলেন, ‘এ ঘটনায় কেউ থানায় এসে অভিযোগ করেনি। কেউ আহত হয়েছে কিনা, তাও আমি জানি না। তবে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’