হবিগঞ্জে পণ্যবাহী ট্রাকে আগুন
হবিগঞ্জে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর সপ্তম দফার অবরোধের শেষ দিনে আজ সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের ধুলিয়াখাল এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ঘটনায় ট্রাকসহ যানটিতে থাকা সমস্ত মালামাল পুড়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্লাস্টিক পণ্যবাহী ট্রাকটিতে সকালের দিকে বেশ কয়েকজন দুর্বৃত্ত আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রাক ও মালামাল মিলিয়ে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে, খবর পেয়ে র্যাব ও পুলিশের একটি ঘটনাস্থলে গিয়েছে। তবে, কে বা কারা এই আগুন দিয়েছে তাৎক্ষনিকভাবে তা নিশ্চিত করেনি কেউ।