পক্ষপাতের অভিযোগে কালকিনি থানার ওসি প্রত্যাহার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/12/24/madaripur_news.jpg)
কালকিনি থানার ওসি নাজমুল হাসান। ছবি এনটিভি
মাদারীপুর-৩ নির্বাচনি এলাকায় পক্ষপাতিত্বের অভিযোগে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। আজ রোববার (২৪ ডিসেম্বর) সিন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাসুদ আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালকিনি থানার ওসি নাজমুল হাসান বিভিন্ন সময় আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সোবহান গোলাপের বিভিন্ন সভা সমাবেশে পক্ষপাতমূলক আচরণ করেন। এই ঘটনায় স্বতন্ত্রপ্রার্থী তাহমিনা বেগমের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতে কালকিনি থানার ওসি নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।
এ ব্যাপারেপুলিশ সুপার মাসুদ আলম বলেন, কালকিনি থানার ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।