বালুখালী সীমান্ত খালে হেলমেট ও গ্লাভস পরা মরদেহ
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী বালুখালী খালে আরও তিনটি মরদেহ ভেসে এসেছে। এর মধ্যে উখিয়া থানা পুলিশ আজ রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে একটি মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার করা এই মরদেহের মাথায় হেলমেট ও হাতে গ্লাভস পরা রয়েছে।
এ ছাড়া বালুখালী খালের একেবারে উপরের দিকে জিরো পয়েন্টের কাছাকাছি এলাকায় আরও দুটি মরদেহ দেখতে পেয়েছে স্থায়ীরা। মরদেহ দুটি খালের ঝোপের মধ্যে আবর্জনায় পড়ে রয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে মরদেহ দুটি দেখা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, মরদেহগুলো মিয়ানমারের বিদ্রোহী কোনো গোষ্ঠীর সদস্যের হতে পারে। তবে এ ব্যাপারে নিশ্চিত কোনো কিছু বলতে পারেনি পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, দুপুরে নাফ নদীর সঙ্গে সংযোগ থাকা বালুখালী খালে জোয়ারের পানিতে মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে একটি মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধার করা মরদেহের মাথায় হেলমেট, হাতে গ্লাভস রয়েছে। মরদেহটি ফুলে গেছে। পুলিশ ধারণা করছে, কয়েক দিন আগে তারা নিহত হয়েছে।
তবে অন্য দুটি মরদেহের ব্যাপারে ওসি কিছুই জানাননি।
এর আগে গতকাল শনিবার উখিয়ার সীমান্ত এলাকার রহমতের বিল থেকে অজ্ঞাতপরিচয় একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পরিচয় এখনও শনাক্ত হয়নি।
গত বেশ কয়েক দিন ধরে নাইক্ষ্যংছড়ি ও উখিয়া সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ চলছে। ইতোমধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনি বিজিপিকে হটিয়ে তুমব্রু রাইট ক্যাম্প ও ঢেঁকিবনিয়া সীমান্তচৌকিসহ বেশ কয়েকটি ঘাঁটি আরাকান আর্মি দখলে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব সংঘর্ষে রোহিঙ্গা বিদ্রোহীরাও জড়িয়ে পড়ার খবর শোনা গেছে। ভেসে আসা মরদেহগুলো রাখাইনে সংঘাত সংঘর্ষে নিহতদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।