বিয়ের চার দিন পর নববধূকে গলা কেটে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের চার দিন পর নববধূকে গলা কেটে হত্যা করেছেন স্বামী। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
স্বামী আব্দুল হামিদের হত্যাকাণ্ডের ঘটনা টের পেয়ে বড় ভাই হানিফ এগিয়ে গেলে তাঁকেও ছুড়িকাঘাত করেন তিনি। এরপর পালিয়ে যান তিনি।
এলাকাবাসী ও নববধূর স্বজন সূত্রে জানা গেছে, হীরাপুর গ্রামের প্রবাসী আব্দুল হামিদের সঙ্গে সাত-আট মাস আগে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে তাছলিমা আক্তারের মোবাইল ফোনে বিয়ে হয়। কিন্তু গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার দুই পরিবার অনুষ্ঠানের মাধ্যমে নববধূকে বাড়িতে নিয়ে যায়। এরপর একবার তাছলিামকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়িয়ে আসেন স্বামী আব্দুল হামিদ। তবে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। তারই জের ধরে আজ দুপুরে ধারালো ছুরি দিয়ে তাছলিমাকে গলা কেটে হত্যা করেন স্বামী হামিদ। এ সময় তাঁর বড় ভাই হানিফ বাধা দিলে তাঁকেও ছুরিকাঘাত করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, গলাকাটা রক্তাক্ত অবস্থায় নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল। তবে ঘটনার পর থেকে স্বামী পলাতক। তাঁকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।