ময়মনসিংহে হাতির আক্রমণে নিহত ১
ময়মনসিংহের ধোবাউড়ার জিগাতলা গ্রামে হাতির পদতলে পৃষ্ট হয়ে আইনুল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আইনুল মিয়া জিগাতলা গ্রামের সামসুল হকে ছেলে।
স্থানীয়রা বলেন, শুক্রবার দিনগত রাতে বন্যহাতির দল ধানক্ষেত বিনষ্ট করছে খবর পেয়ে আইনুল। পরে তিনি লোকজন নিয়ে হাতি তাড়াতে ক্ষেতে যান। সেখানে ক্ষুব্ধ হাতি তাকে আক্রমণ করে পদতলে পৃষ্ট করে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।
এ বিষয়ে নিহতের চাচা মানিক মিয়া বলেন, ‘হাতি ধান নষ্ট করছে শুনে ক্ষেতে গিয়েছিল আইনুল। সেখানে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায় সে।’